ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

ভারতের ঝাড়খণ্ডে ট্রেনের নিচে কাটা পড়ে নিহত ১২

মেসেঞ্জার ডেস্ক

প্রকাশিত: ০৮:০০, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ০৮:৪৯, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

ভারতের ঝাড়খণ্ডে ট্রেনের নিচে কাটা পড়ে নিহত ১২

ছবি : সংগৃহীত

ভারতের ঝাড়খণ্ডের কালাজারিয়া রেলস্টেশনে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, একটি ট্রেনে আগুন লাগার খবর শোনার পর রেললাইনে লাফিয়ে পড়েন যাত্রীরা। তখন আরেকটি ট্রেন তাদের ওপর দিয়ে চলে যায়। নিহত ও আহতরা ভগলপুর থেকে বেঙ্গালুরুগামী অঙ্গা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন। এই যাত্রীরা ট্রেনে ‘আগুন’ লাগার ‘গুজব’ শুনে জীবন বাঁচতে রেললাইনে নেমে গিয়েছিলেন। ঠিক তখনই আরেকটি ট্রেন তাদের চাপা দেয়। এতে অনেকে কাটা পড়েন।

প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রের বরাতে জানিয়েছে, এ দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। যদিও অন্য কোনো সংবাদমাধ্যম হতাহতের নির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত করেনি। 

বর্তমানে সেখানে উদ্ধার অভিযান চলছে। আহতদের দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে নিতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও বাস পাঠানো হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত দুইজনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, এএনআই

মেসেঞ্জার/দিশা