ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

গাজায় পানিশূন্যতা ও অপুষ্টিতে ৬ শিশুর মৃত্যু

মেসেঞ্জার ডেস্ক

প্রকাশিত: ০৯:১২, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

গাজায় পানিশূন্যতা ও অপুষ্টিতে ৬ শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের উত্তর গাজার কামাল আদওয়ান ও আল-শিফা হাসপাতালে পানিশূন্যতা ও অপুষ্টিতে ছয় শিশুর মৃত্যু হয়েছে।এছাড়া মারাত্মক সাস্থ্যঝুকিতে রয়েছে আরও অনেক শিশু।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, কামাল আদওয়ান হাসপাতালে চার শিশুর মৃত্যু হয়। এরপর আল শিফা হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু হয়।

এদিকে হামাসের সিনিয়র কর্মকর্তা বাসেম নাইম বলেছেন, ইসরায়েলের সঙ্গে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে এখনও অনেক পথ বাকি রয়েছে।

জাতিসংঘের হিউম্যানেটারিয়ান এজেন্সি জানিয়েছে, উত্তর গাজামুখী অর্ধেকের বেশি ত্রাণ সহায়তাকে গত মাসে সেখানে প্রবেশের অনুমতি দেয়নি ইসরায়েল। কোথায় ও কীভাবে এই ত্রাণ সহায়তা দেয়া হবে– সে বিষয়েও জাতিসংঘের ওপর খবরদারি করছে ইসরায়েলি সেনারা।

মেসেঞ্জার/ফামিমা