ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

ইরাকের কাছে ক্ষমা চেয়েছে যুক্তরাষ্ট্র

মেসেঞ্জার ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৯, ২ মার্চ ২০২৪

ইরাকের কাছে ক্ষমা চেয়েছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

চলতি বছরের জানুয়ারিতে জর্ডানের মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়। ওই হামলার প্রতিশোধ নিতে ফেব্রুয়ারির শুরুতে ইরাক ও সিরিয়ায় পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র। কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই এ হামলার জন্য ইরাকের কাছে ক্ষমতা চেয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (১ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে স্পুটনিক নিউজ।

ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ মোহাম্মদ হুসেইন বলেন, গত ২ ফেব্রুয়ারি ইরাক ভূখণ্ডে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এ বিষয়ে আগে থেকেই ইরাকি সরকারকে কোনো ধরনের তথ্য না জানানোয় বাগদাদের কাছে ক্ষমা চেয়েছে  ওয়াশিংটন।

তুরস্কের আন্টালিয়া কূটনীতি ফোরামে হুসেইন আরও বলেন, ওয়াশিংটন ইরাকি নিরাপত্তা বাহিনীর ওপর হামলার বিষয়ে সতর্ক করেনি। যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে সেই ঘটনার জন্য ইরাকের ক্ষমা চেয়েছেন।

মেসেঞ্জার/ফারদিন