ঢাকা,  শুক্রবার
১৯ এপ্রিল ২০২৪

The Daily Messenger

শিরোনাম:

* বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে সচেতনতা বৃদ্ধির সুপারিশ সংসদীয় কমিটির * স্বর্ণের দামে আবারও রেকর্ড, ভরিতে বাড়ল ২০৬৫ টাকা * স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাস করা হবে: স্বাস্থ্যমন্ত্রী * বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনাপ্রধান * সয়াবিন তেলের দাম বাড়ানোর কারণ জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী * ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন : প্রথম ধাপের ভোটে বৈধ প্রার্থী ১৭৮৬ জন * লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম * বিশ্ববাজারে কমছে স্বর্ণের দাম * চার বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস * ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৭ * সুনামগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ * ফ্লাইট বাতিল-বিলম্ব, দুবাই বিমানবন্দরে বিশৃঙ্খলা

চীনের কোভিড সংক্রান্ত অস্থিরতা পর্যবেক্ষণ করছেন বাইডেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:৪৬, ২৯ নভেম্বর ২০২২

চীনের কোভিড সংক্রান্ত অস্থিরতা পর্যবেক্ষণ করছেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন , ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনে কোভিড সংক্রান্ত লকডাউন অবসানের এবং বৃহত্তর রাজনৈতিক স্বাধীনতার দাবিতে জনগণের বিক্ষোভ-সমাবেশ গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। এদিকে দেশটির বাইরে যুক্তরাষ্ট্রে এমন দাবিতে ছোট আকারে বিক্ষোভ ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। সোমবার হোয়াইট হাউস এ কথা জানিয়েছে।

সপ্তাহান্তে চীনের প্রধান শহরগুলোতে শত শত মানুষ রাজপথে নেমে আসার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন মন্তব্য করা হলো। চীনে এমন বিক্ষোভ জনসাধারণের হতাশার একটি বিরল বহি:প্রকাশ যা আন্তর্জাতিক চীনা-ভাষী সম্প্রদায়গুলোতেও ছড়িয়ে পড়েছে।

সোমবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, ‘তিনি চীনের এই বিক্ষোভ পর্যবেক্ষণ করছেন। আমরা সকলেই এটি করছি।কিরবি বিক্ষোভকারীদের দাবির ব্যাপারে বাইডেনের প্রতিক্রিয়ার বর্ণনা না দিয়ে বলেন, ‘প্রেসিডেন্ট বিশ্বব্যাপী প্রতিবাদকারীদের পক্ষে কথা বলতে যাচ্ছেন না। তারা নিজেদের পক্ষে কথা বলছে।

তবে তিনি বিক্ষোভকারীদের অধিকারের প্রতি মার্কিন সমর্থনের ওপর জোর দেন।কিরবি বলেন, ‘মানুষকে সমবেত হওয়ার এবং কোন নীতি বা আইন বা আদেশের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার দেওয়া উচিত এমন ক্ষেত্রে যা তারা গ্রহণ করে।এরআগে সোমবার মার্কিন পররাষ্ট্র বিভাগ বলেছে, ওয়াশিংটন চীনের কোভিড লকডাউন নীতিকে বড় বাড়াবাড়ি হিসেবে দেখছে।

ডেইলি মেসেঞ্জার/এএইচএস

dwl
×
Nagad