ঢাকা,  শুক্রবার
২৯ মার্চ ২০২৪

The Daily Messenger

শিরোনাম:

* রাজধানীতে পারিবারিক কলহের জেরে রিকশাচালকের আত্মহত্যা * সর্বকালের সর্বোচ্চ দামে বিশ্ববাজারে রেকর্ড গড়লো স্বর্ণ * একনেকে ৮৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন * আইসিসির এলিট প্যানেলে সৈকত * জিম্মি নাবিকদের উদ্ধারে সরকার অনেক দূর এগিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী * আরও কমলো দেশের রিজার্ভ * মাধ্যমিকে কমেছে ১০ লাখ শিক্ষার্থী * খালেদা জিয়া কিছুটা ভালো, এখন বাসাতেই থাকবেন : মেডিকেল বোর্ড * ঈদযাত্রায় ট্রেনের পঞ্চম দিনের টিকিট বিক্রি শুরু * গাজায় নিহত আরও ৭৬, প্রাণহানি বেড়ে প্রায় ৩২৫০০ * বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র : মিলার * নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

পশ্চিম তীরে ইসরাইলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৭, ৮ ডিসেম্বর ২০২২

আপডেট: ১৩:৪৮, ৮ ডিসেম্বর ২০২২

পশ্চিম তীরে ইসরাইলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে  জেনিন নগরী সীমানায় বৃহস্পতিবার ইসরাইল বাহিনীর হামলায় তিন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে।ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ‘আজ ভোরে জেনিনে ইসরাইলি বাহিনীর আগ্রাসন চলাকালে তাদের বন্দুক হামলায় তিনজন নিহত হয়।ইসরাইলি সামরিক বাহিনী জেনিনে তাদের সর্বশেষ অভিযানের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি।

এদিকে ইসলামিক জিহাদ জঙ্গি গ্রুপ বৃহস্পতিবার জানায়, তাদের যোদ্ধারা জেনিনে ইসরাইলি বাহিনীর সাথে ‘ভয়াবহ সংঘর্ষে’ জড়িয়ে পড়েছিল।এ বছর পশ্চিম তীর, ইসরাইল এবং সংঘাতপূর্ণ জেরুজালেম নগরীতে সহিংসতা বেড়ে যেতে দেখা যাচ্ছে। এর ফলে চলতি বছরের এখন পর্যন্ত কমপক্ষে  ১৫০ ফিলিস্তিনি ও ২৬ ইসরাইলি নাগরিক নিহত হয়েছে।

এদের মধ্যে ৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নাগরিক ইসরাইলি বাহিনীর সাথে সংঘর্ষ চলাকালে জেনিনে প্রাণ হারায়। আবার এদের মধ্যে ১২ বছর বয়সের শিশু ও ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক আবু আকলে রয়েছে।১৯৬৭ সালে  ছয় দিনের এক যুদ্ধের পর থেকেই ইসরাইলি বাহিনী পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে।

ডেইলি মেসেঞ্জার/এএইচএস

dwl
×
Nagad