ছবি : সংগৃহীত
ইসরায়েলের কাছে আরও ২০ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই অস্ত্র বিক্রির অনুমোদন দেন বলে দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে। খবর আল-জাজিরার।
যুক্তরাষ্ট্র মিত্র ইসরায়েলে যে সব অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে তার মধ্যে অন্যতম হলো ট্যাঙ্ক, এয়ার-টু-এয়ার মিসাইল ও কয়েক ডজন যুদ্ধ বিমান।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইসরায়েলের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েলকে সহায়তার বিষয়টি মার্কিন জাতীয় স্বার্থের জন্য অত্যাবশ্যক।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই ঘোষণা এমন এক সময়ে এল যখন হামাস ও হিজবুল্লাহ সিনিয়র নেতাদের হত্যার দায়ে ইসরায়েলের ওপর প্রতিশোধ নিতে হুমকি দিয়ে রেখেছে ইরান ও লেবাননভিত্তিক প্রতিরোধ যোদ্ধাদল হিজবুল্লাহ। ইরান ও এর মিত্রদের হুমকি ঘিরে মধ্যপ্রাচ্যে এখন বড় ধরনের যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
মেসেঞ্জার/দিশা