ঢাকা,  বুধবার
১১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ভারতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত অন্তত ৩৬

মেসেঞ্জার ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৯, ৪ নভেম্বর ২০২৪

ভারতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত অন্তত ৩৬

ছবি: সংগৃহীত

ভারতে হিমালয় উপত্যকায় সোমবার (৪ নভেম্বর) একটি বাস গভীর গিরিখাতে পড়ে গেলে এতে কমপক্ষে ৩৬ জনের প্রাণহানি হয়েছে। একজন সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সোমবার ভারতের দেরাদুন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখন্ডের সিনিয়র কর্মকর্তা দীপক রাওয়াত সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। এ ঘটনায় আহত তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মেসেঞ্জার/ফামিমা