দফায় দফায় মেয়াদ ও ব্যয় বাড়িয়ে অবশেষে সম্পন্ন হয়েছে আলোচিত বাকলিয়া এক্সেস রোডের নির্মাণকাজ। সড়কটিতে চলছে গাড়ি। যানজট ছাড়াই কম সময়ের মধ্যে নির্দিষ্ট গন্তব্য পেীঁছানো যাচ্ছে। এতে স্বস্তি ফিরেছে এলাকায়। নগরীর বাকলিয়া এলাকা থেকে ছবিটি তুলেছেন এম. ফয়সাল এলাহী
টিডিএম/এসএনই