
উত্তুরে হাওয়ার তেজ আর নেই, সবুজ পাতারা হলদে হয়ে ঝরছে পথেঘাটে, বলে দিচ্ছে- দুয়ারে দাঁড়িয়ে বসন্ত। পঞ্জিকার পাতা উল্টালেই সেই ক্ষণ, শীতকে বিদায় জানিয়ে ঘটছে ঋতুরাজের আগমন। সকাল থেকেই ছিলো আকাশ নীল রোদে পলাশ ফুল সহ বিভিন্ন ফুল যেনো বসন্তে সেজেছে প্রকৃতি নিজেই।
মেসেঞ্জার/ফামিমা