ঢাকা,  রোববার
১৩ অক্টোবর ২০২৪

The Daily Messenger

ইষ্টি কুটুম

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ২০:২২, ১৭ মার্চ ২০২৪

ইষ্টি কুটুম

বসন্তে গাছে গাছে শিমুল পলাশের মৌ মৌ গন্ধ। আর সেই গন্ধে মাতোয়ারা পাখিকুল ছুটে আসছে মধু নিতে। তেমনি শিমুল ফুলের মধু নিতে এসেছে ইষ্টি কুটুম পাখি। রোববার (১৭ মার্চ) সকালে পাবনার চাটমোহর উপজেলার বোঁথড় গ্রাম থেকে। ছবি: শাহীন রহমান

মেসেঞ্জার/হাওলাদার