ছবি: ডেইলি মেসেঞ্জার
রাজশাহী তানোর উপজেলা এলাকা থেকে মাঠে মাঠে পুরো দমে আলু তুলতে শুরু করেছেন কৃষকরা। আলু তোলা শেষ হয়ে যাবার পরে শত শত মানুষ আলুর ক্ষেতে নেমে যায় কোদাল ও ঝোলা নিয়ে। একেকজন আধামণ, একমণ, কেউ আবার ১০-১৫ কেজি আলু পেয়েছেন। এক শ্রেণীর ব্যবসায়ীরা হাজির হয়ে যায় সেখানে। মাত্র ২০-২২ টাকা কেজি দরে তাদের থেকে আলু কিনে নিচ্ছেন। এদিকে জমির মধ্যে থাকা আলু তুলে নিয়ে এসে এভাবেই বেচাকেনা চলছে।
মেসেঞ্জার/হাওলাদার