ঢাকা,  সোমবার
২৯ এপ্রিল ২০২৪

The Daily Messenger

বিরল প্রজাতির মাছ ঈগল

আজাহার উদ্দিন, রাজশাহী থেকে

প্রকাশিত: ২২:৩৫, ২৪ মার্চ ২০২৪

বিরল প্রজাতির মাছ ঈগল

মাছ ঈগল। ছবি: ডেইলি মেসেঞ্জার

রাজশাহী পুঠিয়া উপজেলার তাহেরপুর সড়কে দেখা মিলেছে বিরল প্রজাতির ধূসর মাথা মাছ ঈগল। পুরো শরীরই তার ধূসর ও বুক থেকে লেজ পর্যন্ত সাদা। নখ রয়েছে বনশীর মতো। খুব দ্রুত গতিতে তারা শিকার করতে পারে। তাদের প্রিয় খাবার মাছ তার পাশাপাশি ইদুর।

এ ধরনের ঈগল সাধারণত বড় উঁচু ডালে থাকতে পছন্দ করে। তবে  আমাদের দেশে এই পাখিকে খুব কম দেখা যায়। কারণ, এই পাখি পার্শ্ববর্তী দেশ ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ, আসামে দেখা যায়। তারা হয়তো আসাম থেকে চলে এসেছে এমন ধারণা করা হচ্ছে। একজোড়া এই পাখি চলে আসে বাংলাদেশে। এই পাখির ডাকটি খুবই মিষ্টি। এসময় তার সঙ্গীকে ডাক দিচ্ছিলো। তখনই চোখে পড়ে পাখিটি আর ধরা পড়ে ক্যামেরায়।

মেসেঞ্জার/হাওলাদার

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700