ঢাকা,  শনিবার
২০ এপ্রিল ২০২৪

The Daily Messenger

শিরোনাম:

* মালয়েশিয়ায় বাংলাদেশি পাচার : শ্রমিক সুরক্ষা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের * শ্যালক রুবেলকে প্রার্থিতা প্রত্যাহার করতে বললেন পলক * শনিবার ২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় * পাবনায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি * ইরানে ইসরায়েলের হামলার খবরে বাড়ল তেল ও স্বর্ণের দাম * আইনজীবীসহ ৩ জামায়াত নেতা আটক * ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েল * রাজশাহীতে ট্রাকচাপায় দুই বাইকের ৩ যুবক নিহত * তাপপ্রবাহ নিয়ে ৩ দিনের সতর্ক বার্তা আবহাওয়া অধিদপ্তরের * আশুলিয়ায় ফার্নিচার গোডাউনে বিস্ফোরণ, দগ্ধ ৩ * ঢাকাসহ ৬ বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস * যুক্তরাষ্ট্রের ভেটোতে জাতিসংঘে আটকে গেল ফিলিস্তিনের সদস্যপদ * টেকনাফ সীমান্ত দিয়ে ১৩ মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপির অনুপ্রবেশ * ভারতের লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু আজ * কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করা উচিত : শেখ হাসিনা * ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েল

লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক বন্ধ করে বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২১, ৩০ জুলাই ২০২২

লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক বন্ধ করে বিএনপির সমাবেশ

শনিবার সকাল দশটা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ শুরু হয়।

বিদ্যুতের লোডশেডিং ও অব্যবস্থাপনার প্রতিবাদে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আহবায়ক আবদুস সালামের সভাপতিত্বে শনিবার সকাল দশটায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ শুরু হয়। এতে প্রেসক্লাবের সামনের সড়কের একপাশ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে সদরঘাট, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, মতিঝিল থেকে ছেড়ে আসা গণপরিবহনকে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে।   

মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বক্তব্য দেবেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও জাতীয় নেতারা।  

সমাবেশে উপস্থিত আছেন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, মহানগর দক্ষিণের নেতা তানভীর আহমেদ রবিন, হাবিবুর রশীদ হাবীব, আরিফা সুলতানা রুমা, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুবদলের মামুন হাসান, মোনায়েম মুন্না, এসএম জাহাঙ্গীর হোসেন, গোলাম মাওলা শাহীন, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম ফিরোজ, মৎস্যজীবী দলের আব্দুর রহীম, ছাত্রদলের কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সাইফ মাহমুদ জুয়েল, মহিলা দলের সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, জাসাসের জাকির হোসেন রোকন প্রমুখ।

এর আগে সকাল ৯টা থেকে রাজধানীর বিভিন্ন থানা থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনের সমাবেশে যোগ দিয়েছেন।

ডিএম/ইএইচএম

dwl
×
Nagad