ছবি : মেসেঞ্জার
সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ কর্মসূচি পুলিশের লাঠিপেটায় পণ্ড হয়ে গেছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংক ‘লোপাট’ ও অর্থ পাচারের প্রতিবাদে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ কর্মসূচি পালনে রাস্তায় নামে।এদিন দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাওয়ার পথে জিপিও মোড়ে পুলিশ বাধা দেয় ও লাঠিচার্জ করে। এসময় বেশ কয়েকজনকে ধরে নিয়ে যায় পুলিশ।
এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানিয়েছেন।
মেসেঞ্জার/দিশা