ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

বন্ধুরাষ্ট্রের কাছে আওয়ামী লীগের এমপিরাও নিরাপদ নয় : মির্জা ফখরুল

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২০:৪৬, ২২ মে ২০২৪

বন্ধুরাষ্ট্রের কাছে আওয়ামী লীগের এমপিরাও নিরাপদ নয় : মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

শুধু সাধারণ নাগরিক নয়, আওয়ামী লীগেরকথিতসংসদ সদস্যরাও সরকারের বন্ধুরাষ্ট্রের (ভারত) কাছে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২২ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন তিনি।

এদিকে নিখোঁজ ঝিনাইদহ- আসনের জাতীয় সংসদ সদস্য কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনারের মরদেহ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে উদ্ধার করা হয়।

ভারতে এমপি হত্যার পেছনে দুর্নীতি বা অন্য কোনো ঘটনা থাকতে পারে বলেও জানান মির্জা ফখরুল।

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে মির্জা ফখরুল বলেন, এই নিষেধাজ্ঞা জাতির জন্য লজ্জাকর। তার জন্য দায়ী সরকার। সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহারের ফলে এই নিষেধাজ্ঞা। সরকারের কারণে সেনাবাহিনীকে হেয় প্রতিপন্ন করা করা হলে দেশের মানুষ কখনো মেনে নেবে না।

মির্জা ফখরুল বলেন, জাতির সামনে সমস্যা এই সরকার। গোটা জাতির আত্মা ধ্বংস করে দিয়েছে। গোটা দেশকে বিক্রি করে দিয়েছে।

মেসেঞ্জার/হাওলাদার