ঢাকা,  বৃহস্পতিবার
২৫ এপ্রিল ২০২৪

The Daily Messenger

আইসিসি থেকে বাংলাদেশ পাবে মাত্র ২৯০ কোটি টাকা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৩, ১০ মে ২০২৩

আইসিসি থেকে বাংলাদেশ পাবে মাত্র ২৯০ কোটি টাকা

ছবি : সংগৃহীত

২০২৪-২৭ সালের রাজস্ব বন্টনে আইসিসির আয়ের ৪০ শতাংশই পাবে ভারত। প্রতি বছর অর্থের হিসেবে ২৩০ মিলিয়ন ডলার করে পাবে তারা। বাংলাদেশি টাকায় যা প্রায় ২৫ শত কোটি টাকা দাঁড়াবে। 

আইসিসি বার্ষিক হিসেবে ৬০০ মিলিয়ন ডলার আয়ের প্রত্যাশা করছে বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় সাড়ে ৬ হাজার কোটি টাকার কিছু বেশি। এর মধ্যে ৩৮.৫ শতাংশই যাবে ভারতের পকেটে। আইসিসির নতুন ফিনেন্সিয়াল মডেলে ভারতের পর সর্বোচ্চ অর্থ পাবে ইংল্যান্ডে।

তাদের ভাগে যাবে আইসিসির আয়ের ৪১.৩৩ মিলিয়ন ডলার বা ৬.৮৯ শতাংশ। এরপরই রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রভাবশালী এই ক্রিকেট বোর্ড আইসিসির আয়ের ৬.২৫ শতাংশ বা ৩৭.৫৩ মিলিয়ন মার্কিন ডলার পাবে। আইসিসির বার্ষিক আয়ের বন্টনে বাংলাদেশের অবস্থান ৮ নম্বরে।

আইসিসির মোট বার্ষিক আয়ের ৪.৪৬ শতাংশ পাবে বাংলাদেশ। যা অর্থের হিসেবে ২৬.৭৪ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৯০ কোটি টাকা। আইসিসি তাদের মিডিয়া স্বত্ব থেকেই শুধু ৩.২ বিলিয়ন মার্কিন ডলার আয় করবে। এর মধ্যে পাঁচটি ভিন্ন ভিন্ন অঞ্চলে আইসিসি তাদের মিডিয়া স্বত্ব বিক্রি করেছে।

এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ অর্থ এসেছে ভারতীয় বাজার থেকেই। ডিজনি স্টার চার বছরের জন্য ৩ বিলিয়ন ডলার দিচ্ছে আইসিসিকে। আইসিসির আয়ের সিংহভাগই যাবে পূর্ণ সদস্য দেশগুলোর ঝুলিতে। ৮৮.৮১ শতাংশই পাবে পূর্ণ সদস্য দেশগুলো আর সহযোগী দেশগুলো পাবে ১১.১৯ শতাংশ রাজস্ব।

যদিও সবগুলো বিষয়ই প্রস্তাবনার পর্যায়ে রয়েছে। আগামি মে মাসের মধ্যে এই কাঠামো নিয়ে আইসিসির কাছে মতামত জানাবে সদস্য দেশগুলো। এরপর সেই মতামতের ভিত্তিতেই ফিনান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটি তা পাঠাবে আইসিসি বোর্ডের অনুমোদনের জন্য।


সূত্র : ইএসপিএন ক্রিকইনফো

টিডিএম/এসএনই

dwl
×
Nagad