ঢাকা,  শুক্রবার
১৯ এপ্রিল ২০২৪

The Daily Messenger

শিরোনাম:

* বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে সচেতনতা বৃদ্ধির সুপারিশ সংসদীয় কমিটির * স্বর্ণের দামে আবারও রেকর্ড, ভরিতে বাড়ল ২০৬৫ টাকা * স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাস করা হবে: স্বাস্থ্যমন্ত্রী * বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনাপ্রধান * সয়াবিন তেলের দাম বাড়ানোর কারণ জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী * ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন : প্রথম ধাপের ভোটে বৈধ প্রার্থী ১৭৮৬ জন * লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম * বিশ্ববাজারে কমছে স্বর্ণের দাম * চার বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস * ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৭ * সুনামগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ * ফ্লাইট বাতিল-বিলম্ব, দুবাই বিমানবন্দরে বিশৃঙ্খলা

ঝিকরগাছায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

ঝিকরগাছা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২২, ২৬ জুন ২০২২

আপডেট: ১৭:২৬, ২৬ জুন ২০২২

ঝিকরগাছায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ ফাইনাল খেলা যশোরের ঝিকরগাছা বি এম হাইস্কুলের মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় মেয়েদের মধ্যে উলাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম ব্যাংদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে  ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় উলাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যাংদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে উলাকোল চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হিসেবে উলাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সারিকা তন্বীর নাম ঘোষণা করা হয়।

ছেলেদের ফাইনাল ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে উলাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ খেলায় উলাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩ এবং বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২ গোল করে। উলাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হিসেবে উলাকোলের সিহাবের নাম ঘোষণা করা হয়।

খেলা শেষে বি এম হাইস্কুলের মাঠে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মেজর জেনারেল (অবঃ) ডাঃ নাসির উদ্দীন এম,পি। বিশেষ অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা লুবনা তাক্ষী সহ শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।

ডিএম/এমএইচ

dwl
×
Nagad