ঢাকা,  বৃহস্পতিবার
২৫ এপ্রিল ২০২৪

The Daily Messenger

অবশেষে স্বরূপে রশিদ খান, সমতায় ফিরলো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:১১, ১৬ আগস্ট ২০২২

অবশেষে স্বরূপে রশিদ খান, সমতায় ফিরলো আফগানিস্তান

রশিদ খান, ছবি : সংগৃহীত।

আগের তিন ম্যাচে একটি উইকেটও পাননি। ব্যাট হাতে ছিল না বলার মতো অবদান। তিন ম্যাচের দুটিতেই হেরেছে আফগানিস্তান। অবশেষে স্বরূপে ফিরলেন রশিদ খান। ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়ে জেতালেন দলকে।

বেলফাস্টে বৃষ্টিবিঘ্নিত সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে ২৭ রানে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-২ সমতা ফিরিয়েছে সফরকারীরা।

বৃষ্টির কারণে ম্যাচটি দাঁড়ায় ১১ ওভারে। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৩২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান। নাজিবুল্লাহ জাদরান ২৪ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় খেলেন ৫০ রানের বিধ্বংসী ইনিংস।

১৩ বলে ২৪ করেন রহমানুল্লাহ গুরবাজ। আর শেষদিকে নেমে ১০ বলে ১ চার আর ৩ ছক্কায় ৩১ রানের ক্যামিও ইনিংস খেলে দেন রশিদ খান।জবাবে পুরো ১১ ওভার ব্যাট করে ১০৫ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। দলের পক্ষে এক জর্জ ডকরেল ছাড়া (২৭ বলে অপরাজিত ৪১) লড়াই করতে পারেননি কেউ।

আফগানিস্তানের বাঁহাতি পেসার ফরিদ ১৪ রান দিয়ে নেন ৩টি উইকেট। ২১ রানে ২ উইকেট শিকার করেন রশিদ খান।

ডেইলি মেসেঞ্জার /এএইচএস

dwl
×
Nagad