
জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ছবি: সংগৃহীত
জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর বোন আফরোজা আক্তার মারা গেছেন। শনিবার (১৩ এপ্রিল) সকালে উত্তরায় মৃত্যুবরণ করেন তিনি।
মৃত্যুকালে আফরোজা আক্তারের বয়স হয়েছিল ৭০ বছর।
আফরোজা আক্তারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি তার পরিবারের প্রতি জানানো হয়েছে গভীর সমবেদনা।
গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ দলের নির্বাচক হন লিপু। তার মাধ্যমে বিসিবির এ পদটিতে দীর্ঘ ৮ বছর পর পরিবর্তন আসে। লিপু স্থলাভিষিক্ত হন মিনহাজুল আবেদীন নান্নুর। লিপু এর আগে বাংলাদেশ দলের ম্যানেজার ছিলেন। তিনি ম্যানেজার থাকাকালেই ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জিতে বাংলাদেশ।
মেসেঞ্জার/হাওলাদার