ঢাকা,  শনিবার
০৫ অক্টোবর ২০২৪

The Daily Messenger

পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ

মেসেঞ্জার স্পোর্টস

প্রকাশিত: ০৮:৫৬, ১ অক্টোবর ২০২৪

পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) ওয়ার্ম-আপ ম্যাচে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ।

দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪০ রান করে নিগার সুলতানারা। জবাবে ১১৭ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনারদের মধ্যে সাথী রাণী ১৬ বলে ২৩ ও দিলারা আক্তার ৮ বলে ১০ রান করে আউট হন। সোবহানা মোস্তারি ২৪ বলে ১৫ রান করেন, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে আসে ২২ বলে ১৮ রান।  

শেষদিকে ঝড়ো ব্যাটিং করেন স্বর্ণা আক্তার। ৩ চারে ১৭ বলে ২৮ রান করেন তিনি। ৮ বলে ১৪ রান আসে রিতু মণির ব্যাট থেকে। পাকিস্তানের পক্ষে ৪ ওভারে ১৯ রান দিয়ে দুই উইকেট নেন সাদিয়া ইকবাল।

ব্যাট করতে নামে সুবিধা করতে পারেনি পাকিস্তান। ৩৩ বল খেলে দলটির পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন উমাইমা সোহাইল। ১২ বলে দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান আসে ফাতিমা সানার ব্যাটে। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট পেয়েছেন রাবেয়া খান, স্বর্ণা আক্তার ও ফাহিমা খাতুন।

এর আগে প্রথম ওয়ার্ম-আপ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩৩ রানে হেরেছিল বাংলাদেশ। ফলে বিশ্বকাপের আগে দুইটি ম্যাচের একটিতে জয় ও একটিতে হারের মুখ দেখল নিগার সুলতানারা। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে। সেটিই এবারের আসরের উদ্বোধনী ম্যাচ। 

মেসেঞ্জার/আজিজ

×
Nagad