ঢাকা,  মঙ্গলবার
০৫ নভেম্বর ২০২৪

The Daily Messenger

এনসিএলে

জয় পেল সাকিবের লস অ্যাঞ্জেলস

মেসেঞ্জার স্পোর্টস

প্রকাশিত: ১২:৫০, ৮ অক্টোবর ২০২৪

জয় পেল সাকিবের লস অ্যাঞ্জেলস

ছবি: সংগৃহীত

মঙ্গলবার (৮ অক্টোবর) ভোরে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) অধীনে হওয়া সিক্সটি স্ট্রাইকার্স টুর্নামেন্টে ফের মুখোমুখি হয়েছিলেন সাকিব-ম্যাথুস। এবারও ম্যাথুসের দল আটলান্টা কিংস সিসিকে উড়িয়ে টুর্নামেন্টের প্রথম জয় তুলে নিয়েছে সাকিবের নেতৃত্বাধীন লস অ্যাঞ্জেলেস ওয়েভস।

মঙ্গলবার (৮ অক্টোবর) ভোরে ইউনিভার্সিটি অব টেক্সাস ডালাস (ইউটিডি) স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং পায় আটলান্টা কিংস। শুরুটা ভালো না হলেও শেষ পর্যন্ত ম্যাথুসের তাণ্ডবে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেটে ১৪৫ রান করেছে তারা। দলটির অধিনায়ক ম্যাথুস ৩৩ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। ৫টি চার ও ৮টি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি।

সাকিব ১ উইকেট পেলেও খরুচে বোলিং করেছেন। ৩ ওভার হাত ঘুরিয়ে ৪৪ রান দিয়েছেন। 

১৪৬ রান তাড়া করতে নেমে ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫১ রান করে লস অ্যাঞ্জেলেস ওয়েভস। ওপেনার জর্জ মানসিকে ফিরিয়ে লস অ্যাঞ্জেলেসের উদ্বোধনী জুটি ভাঙেন গজানন্দ। ১১ বলে ১ চার ও ৪ ছক্কায় ৩৩ রান করে ফেরেন মানসি।

উদ্বোধনী জুটি ভাঙার পর টর্নেডো ইনিংস খেলেন অ্যাডাম রসিংটন ও টিম ডেভিড। তাতেই ৮ ওভারে ১ উইকেটে ১৪৬ রান ছুঁয়ে ফেলে সাকিবের দল।

খরুচে বোলিং করা সাকিবকে এদিন ব্যাটিংয়ে নামতে হয়নি। রসিংটন করেন ১৮ বলে ৫২ রান। ১৯ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন ডেভিড।  

মেসেঞ্জার/আজিজ