ঢাকা,  বৃহস্পতিবার
১২ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

এমবাপ্পের সমস্যা রিয়াল মাদ্রিদের সমস্যা : আনচেলত্তি

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২০:৩৮, ৩০ নভেম্বর ২০২৪

এমবাপ্পের সমস্যা রিয়াল মাদ্রিদের সমস্যা : আনচেলত্তি

ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি বলেছেন দলের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের এ মৌসুমের ফর্মহীনতা শুধুমাত্র তারই সমস্যা নয়। এর পিছনে পুরো দলের ধারাবাহিকতার অভাবও অনেকাংশেই দায়ী। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে রিয়ালের পরাজয়ের ম্যাচটিতে পেনাল্টি মিস করেছেন ফরাসী এই তারকা। এর মাধ্যমে পাঁচ ম্যাচে তৃতীয় পরাজয়ের স্বাদ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মাদ্রিদ। 

পিএসজির সাথে চুক্তির মেয়াদ শেষ হবার পর গ্রীষ্মে মাদ্রিদে যোগ দেন এমবাপ্পে। কিন্তু স্পেনে আসার পর থেকেই ফর্মহীনতার কারনে নানাভাবে সমালোচনার শিকার হচ্ছেন। এ পর্যন্ত মাদ্রিদের হয়ে শেষ ৯ ম্যাচে মাত্র দুই গোল করেছেন। 

রোববার লা লিগায় গেতাফের মুখোমুখি হবে মাদ্রিদ। লিগের এই ম্যাচকে সামনে রেখে আনচেলত্তি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এমবাপ্পের সমস্যা আমাদের সকলের সমস্যা। আমাদের পরিকল্পনা হচ্ছে নিজেদের সেরাটা দেয়া। শুধুমাত্র তার জন্যই এটা নয়, অন্য সকল খেলোয়াড়দের জন্যই প্রযোজ্য। এটা কোন একজন খেলোয়াড়ের সমস্যা নয়। পুরো দলই ধারাবাহিকতার অভাবে ভুগছে। আমাদের উন্নতির চেষ্টা করতে হবে।

এমবাপ্পে এখানে নতুন এসেছে, তার মানিয়ে নিতেও সমস্যা হচ্ছে। সে ইতোমধ্যেই আট গোল করেছে, আক্রমনে অংশ নিচ্ছে, অন্যদের এ্যাসিস্ট করছে। অবশ্যই সে একজন ভাল খেলোয়াড়। কিন্তু আমাদের সকলের আরো ভাল খেলার চেষ্টা করতে হবে।’

ফ্রান্সের সর্বশেষ দুটি ম্যাচে ইনজুরির কারণে দলে ছিলেন না এমবাপ্পে।  আনচেলত্তি আরো বলেছেন, ‘লিভারপুলের বিপক্ষে ম্যাচের পর এমাবাপ্পের পারফরমেন্স নিয়ে আলোচনা হয়েছে। আশা করছি সব ঠিক হয়ে যাবে।’

আনচেলত্তি জানিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, ডানি কারভাহাল, এডার মিলিটাওয়ের মত খেলোয়াড়দের ইনজুরির কারনে লিভারপুলের বিপক্ষে হার মেনে নিতে হয়েছে। তবে গেতাফের ম্যাচের আগে ব্রাজিলিয়ান উইঙ্গার রডরিগো ফিট হয়ে দলে ফিরছেন। 

এই মুহূর্তে লা লিগা টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মাদ্রিদ। 

মেসেঞ্জার/জেআরটি