Dhaka,  Friday
17 May 2024

অনাবৃষ্টিতে ঝরে যাচ্ছে লিচু, বাধ্য হয়ে বিক্রি করছেন চাষিরা

অনাবৃষ্টিতে ঝরে যাচ্ছে লিচু, বাধ্য হয়ে বিক্রি করছেন চাষিরা

​​​​​​​নাটোরের পাইকারি বাজারগুলো মোজাফফরপুরী জাতের লিচু আসতে শুরু করেছে। স্থানীয় প্রশাসন ২০ মে থেকে লিচু বাজারজাতের অনুমতি দিলেও অনাবৃষ্টির কারণে গাছ থেকে লিচু পড়ে যাওয়ায় বাগান মালিকরা লিচু বাজারজাত শুরু করেছেন। এছাড়া এ অনাবৃষ্টির কারণে লিচু উৎপাদনে খরচও বাড়ছে। অন্যদিকে ফলন অর্ধেক হওয়ায় গতবছরের চেয়ে লাভের পরিমাণ কমেছে। শুক্রবার (১৭ মে) সরেজমিন ঘুরে দেখা গেছে, নাটোর শহরের স্টেশন বাজারের পাইকারি লিচুর বাজারে সকাল থেকেই মোজাফফরপুরী জাতের লিচু বিক্রি করতে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। পাইকারি বাজারে প্রকার ভেদে প্রতি পিস লিচু বিক্রি হচ্ছে ১ টাকা ৮০ পয়সা থেকে ৩ টাকায়।