ঢাকা,  শনিবার
২৭ এপ্রিল ২০২৪

The Daily Messenger
আর্থ-সামাজিক উন্নয়নের সকল সূচকে বাংলাদেশের অগ্রগতি হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

আর্থ-সামাজিক উন্নয়নের সকল সূচকে বাংলাদেশের অগ্রগতি হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

গত ১৫ বছরে আর্থ-সামাজিক উন্নয়নের সকল সূচকে বাংলাদেশের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার (২৬ এপ্রিল) ব্যাংককে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক সভায় তিনি এ আহ্বান জানান। এ সময় ড. হাছান মাহমুদ বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে বাংলাদেশের সফল স্নাতক হওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী আসিয়ান অঞ্চলে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার হিসেবে থাইল্যান্ডের তাৎপর্যও তুলে ধরেন। তিনি আগের দিন দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি

চিফ হিট অফিসার ডিএনসিসির কেউ নন : মেয়র আতিক

চিফ হিট অফিসার ডিএনসিসির কেউ নন : মেয়র আতিক

মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, চিফ হিট অফিসার বুশরা আফরিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কেউ নন। ডিএনসিসির অফিসে তার জন্য নির্ধারিত বসার কোনও জায়গাও নেই বলে জানান তিনি। শনিবার (২৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বায়ু দূষণ রোধ ও তীব্র দাবদাহে শহরকে ঠাণ্ডা রাখতে ডিএনসিসির ওয়াটার স্প্রে (পানি ছিটানো) কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। চিফ হিট অফিসার বুশরা আফরিনকে নিয়োগ ও বেতন ভাতা প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি দেখছি কয়েকদিন যাবত চিফ হিট অফিসারকে নিয়ে অনেকে বলছেন সিটি করপোরেশন থেকে বেতন পাচ্ছেন, আসলে এটা সঠিক নয়।

বিএনপির ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই : ওবায়দুল কাদের

বিএনপির ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই : ওবায়দুল কাদের

বিএনপির ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শনিবার (২৭ এপ্রিল) সকালে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে গণতান্ত্রিক দল মনে করি না। তাদের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই। তারা গণতন্ত্রকে হত্যা করেছে, প্রহসনে পরিণত করেছে। গণতান্ত্রিক বিধিবিধান তারা দলের মধ্যেও কোনো দিন মানেনি। তারা বড় বড় কথা বলে, তারা কবে দলীয় কাউন্সিল করেছে

সর্বশেষ

Advertisement
Advertisement

এক্সপ্রেসওয়েতে থেমে থাকা বাসে প্রাইভেটকারের ধাক্কা, আহত ২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা একটি যাত্রীবাহী বাসের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় দুজন গুরুতর আহত হয়েছেন। এসময় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গেছে। গতকাল দুপুর দুইটার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা রেলওয়ে ওভার ব্রিজের উপরে মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হলেন, প্রাইভেটকারের চালক ইমরান হোসেন (২৫) ও যাত্রী মোহাম্মদ নাসির (৪০)। ইমরান নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কাদলা গ্রামের তাজুল ইসলামের ছেলে।‌ অপর আহত নাসির উদ্দিন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও গ্রামের মো. নুরুল ইসলাম ঢালির ছেলে।

×
Nagad