
ছবি: সংগৃহীত
ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এর ফলে বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারে। বৃষ্টির কারণে বাজারে সবজি কম থাকায় দামে অনেকটা আস্থিতিশীলতা দেখা গেছে। এই অবস্থায় প্রয়োজনীয় বাজার করেই ঘরে ফিরতে দেখা গেছে ক্রেতাদের।
আজ শুক্রবার (৮ ডিসেম্বর) রাজধানীর বাড্ডা, রামপুরা এলাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। বিক্রেতাদের কাছে বারতি দামের ব্যাপারে জানতে চাইলে তারা বলছেন, বৃষ্টির কারণে বাজারে সবজি কম, তাই বেশি দামেই তাদের কিনে আনতে হয়েছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, যেখানে দুইদিন আগেও প্রতি কেজি শসা বিক্রি হচ্ছিল ৪০ টাকায় সেখানে আজ তা ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম বেড়েছে বেগুনেরও, প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।
শীতকালীন সবজির দাম কম থাকার কথা থাকলেও বেড়েছে সেগুলোরও দাম। বাজার ঘুরে দেখা যায়, ফুলকপি-বাঁধাকপি বিক্রি হচ্ছে প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা দরে।
এছাড়াও লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা, টমেটো ১০০ টাকা, সিম ৫০ টাকা, মুলা ২০ টাকা।
কিছুদিন আগেও ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচামরিচ আজ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি করে।
সবজির পাশাপাশি অন্যান্য দিনের তুলনায় শাকের উপস্থিতিও কম দেখা গেছে, এর ফলে দামও তুলনামূলক বেশি। এক আঁটি লালশাক-পালংশাক বিক্রি হচ্ছে ২০ টাকা করে, যা অন্যান্য সময়ে ১০-১৫ টাকা করেই পাওয়া যায়। এছাড়া লাউশাক ৫০ টাকা, মুলাশাক ১৫ টাকা আঁটি করে বিক্রি হচ্ছে।
ক্রেতারা মূল্য বৃদ্ধির জন্য বাজারে মনিটরিংয়ের অভাব ও ব্যাবসীদের অতি মাত্রায় লাভ করার প্রবণতাকে দায়ী করছে। বিক্রেতারা বলছে বৃষ্টির জন্য সবজির দাম এখন কিছুটা বেশি, তবে কিছুদিনের মধ্যেই তা স্বাভাবিক হয়ে যাবে।
মেসেঞ্জার/সান ইয়াৎ