ভ্রমণই যার নেশা, বিশ্ব ভ্রমণের নেশায় ছেড়েছেন চাকুরি! বলছি মোটরসাইকেল রাইডার চট্রগ্রামের মাসদাক চৌধুরীর কথা। ভ্রমণ পিপাসু চট্রগ্রামের এই রাইডারের যোগ্য সঙ্গ দিচ্ছে স্ত্রী মলিহা চৌধুরানী। আটটি দেশ ঘুরে বাংলাদেশের এই বাইক রাইডার দম্পতি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের পর্যটন নগরী দুবাইয়ে অবস্থান করছেন।