সুন্দরী তরুণীকে দিয়ে ভয়ংকর প্রতারণার ফাঁদ পেতেছে একটি চক্র। আর এ ফাঁদে পড়ে প্রতারণার শিকার হচ্ছেন ব্যবসায়ী, সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি এমনকি প্রবাসী ব্যক্তিরাও। সুন্দরী নারীদের ব্যবহার করে এই চক্রটি হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। বিশেষ করে রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও বসুন্ধারা এলাকায় এ ঘটনা বেশি ঘটছে। প্রায় ৬ হাজার সুন্দরী তরুণীদের দিয়ে শত শত প্রতারণা করা এ রকম এক ভয়ঙ্কর সিন্ডিকেটকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।