লেভারকুসেনের রূপকথার ইতিটা অনেকেই দেখে ফেলেছিলেন এরইমাঝে। গেল মৌসুম প্রায় অপরাজিত থেকেই পার করে দিতে পারত জাবি আলোনসোর শিষ্যরা। কিন্তু ইউরোপা লিগের ফাইনালে আতালান্টার কাছে হারতে হয়েছিল তাদের। তবু ইতিহাসে প্রথম দল হিসেবে জার্মান বুন্দেসলিগা ঠিকই জয় করেছিল কোনো ম্যাচে না হেরেই।নতুন মৌসুমে বায়ার লেভারকুসেনের সেই অপরাজেয় যাত্রা দেখা যায়নি। লিগ টেবিলেও তারা আছে বায়ার্ন মিউনিখের পেছনে।