জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্র শিবিরের পাঁচ দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব শুরু হবে আগামীকাল। সোমবার (২০ জানুয়ারি) সকাল আটটা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ উৎসব শুরু হয়ে যা চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। সকাল থেকে চলমান রয়েছে স্টল তৈরির কাজ। এবারের নববর্ষ প্রকাশনা উৎসবে মোট ৯ টি স্টল বসবে। এর মধ্যে ছাত্র শিবিরের নিজস্ব স্টল ৩টি। অন্যান্য স্টলগুলো থাকবে- বাংলাদেশ কো অপারেটিভ বুক সোসাইটি, বিন্দু প্রকাশনী, গার্ডিয়ান প্রকাশনী, সন্দীপন প্রকাশনী ও প্রচ্ছদ প্রকাশনীর।