ঢাকা,  শুক্রবার
০৯ মে ২০২৫

The Daily Messenger

রাসিক মেয়র-কাউন্সিলরদের শপথ আজ

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ১০:৩৬, ৩ জুলাই ২০২৩

আপডেট: ১০:৫৬, ৩ জুলাই ২০২৩

রাসিক মেয়র-কাউন্সিলরদের শপথ আজ

ছবি: সংগৃহীত

রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও নির্বাচিত কাউন্সিলরবৃন্দ শপথ নিচ্ছেন সোমবার (৩ জুলাই)। দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ের শাপলা হলে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।  

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রদ্বয়কে শপথবাক্য পাঠ করাবেন। এরপর রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত সাধারণ এবং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি।

এদিকে শপথ গ্রহণের পর সোমবার দুপুর দেড়টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন রাসিক মেয়র ও কাউন্সিলরবৃন্দ। এরপর তাঁরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে সেখানে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

উল্লেখ্য, গত ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১ লাখ ৬০ হাজার ২৯০ ভোট পেয়ে তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।  

টিডিএম/ এসডি