ঢাকা,  শুক্রবার
০৯ মে ২০২৫

The Daily Messenger

যমুনা নদীকে ছোট করার প্রকল্প ফাইল হাইকোর্টে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৩, ১১ জুন ২০২৩

আপডেট: ১৩:৪৪, ১১ জুন ২০২৩

যমুনা নদীকে ছোট করার প্রকল্প ফাইল হাইকোর্টে

ছবি: সংগৃহীত

যমুনা নদীকে ছোট করার প্রজেক্ট ফাইলসহ যাবতীয় নথি হাইকোর্টে এসেছে। রোববার (১১ জুন) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব নথি দাখিল করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের আইনজীবী অরবিন্দ কুমার রায়।

এর আগে গত ২৮ মে দেশের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক পানি প্রবাহের অন্যতম উৎস যমুনা নদীকে ছোট করার প্রজেক্ট ফাইল তলব করেন হাইকোর্ট। ১০ দিনের মধ্যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে এ সংক্রান্ত সব নথি আদালতে দাখিল করতে বলা হয়।

গত ১২ মার্চ ‘যমুনা নদী ছোট করার চিন্তা’ শিরোনামে একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘যমুনা নদী প্রতি বছর বড় হয়ে যাচ্ছে। বর্ষার সময় নদীটি ১৫ থেকে ২০ কিলোমিটার হয়ে যায়। এত বড় নদীর প্রয়োজন নেই। তাই এটির প্রশস্ততা সাড়ে ৬ কিলোমিটার সংকুচিত করা হবে।’

প্রতিবেদনে আরও বলা হয়, ‘দেশের দ্বিতীয় বৃহত্তম এবং প্রাকৃতিক পানি প্রবাহের অন্যতম উৎস যমুনাকে ছোট করার এমন আইডিয়া এসেছে খোদ পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্তাদের মাথা থেকে। এ জন্য তারা ১১শ’ কোটি টাকার একটি প্রকল্পও প্রণয়ন করেছেন। প্রকল্প বাস্তবায়নে খরচ ধরা হয়েছে ১ হাজার ১০৯ কোটি ৯৫ লাখ টাকা। বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ নেওয়া হবে ৮৯৬ কোটি ৩৭ লাখ টাকা আর বাংলাদেশ সরকার দেবে ২১৩ কোটি ৫৮ লাখ টাকা। বাস্তবায়ন মেয়াদ ধরা হয়েছে চলতি বছর থেকে ২০২৬ সাল পর্যন্ত। বিশেষজ্ঞরা বিরল এ প্রকল্পকে অবাস্তব বলছেন।’

টিডিএম/এনএম