
ছবি : সংগৃহীত
কাস্টমস গোয়েন্দা সিলেট বিমানবন্দরে দুবাই থেকে সিলেটে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট এর ৪ জন যাত্রীর কাছ থেকে এবং বিমানের টয়লেট থেকে বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করা হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে ফ্লাইট বিজি ২৪৮, দুবাই -সিলেট-ঢাকার ওই যাত্রীদের কাছ থেকে ৩২.৬৫ কেজি স্বর্ন (২৮০ টি বার) এবং ৬ টি ডিম ( লিকুইড গোল্ড ১.৫ ) আটক করেছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে বিমানে তল্লাশি চালিয়ে বিমানের ৩২জে এবং ২১ এ বি সি সিটের নিচ ও টয়লেট থেকে দশটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
কাস্টম ইন্টিলিজেন্সের অতিরিক্ত মহাপরিচালক মিনহাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন
মেসেঞ্জার/দেবব্রত/ফামিমা