
ছবি: সংগৃহীত
দেশের ইতিহাসে প্রথমবারের মতো সাগরের তলদেশ দিয়ে পাইপ লাইনের মাধ্যমে জাহাজ থেকে সরাসরি জ্বালানি তেল খালাসের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (৩ জুলাই) সৌদি আরব থেকে ৮২ হাজার মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে আসা ‘এমটি হোরাই’ ট্যাংকার পরীক্ষামূলকভাবে এই তেল খালাস শুরু করতে যাচ্ছে।
এই কার্যক্রমের জন্য সাগরের তলদেশ থেকে মহেশখালী হয়ে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি পর্যন্ত ১৮ ইঞ্চি ব্যাসের ১শ ১৬ কিলোমিটার দীর্ঘ দু’টি সমান্তরাল পাইপ লাইন স্থাপন করা হয়েছে। যাতে করে খুব সহজে ও পরিবেশবান্ধব প্রক্রিয়ায় জাহাজ থেকে তেল খালাস করা সম্ভব হয়।
পাইপ লাইনের মাধ্যমে জাহাজ থেকে সরাসরি জ্বালানি তেল খালাসের ব্যবস্থা গ্রহণ করায় সরকারের ৮শ’ থেকে এক হাজার কোটি টাকা সাশ্রয় হওয়ার আশা করছেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান এবং বিপিসি কর্তৃপক্ষ।
টিডিএম/এনএম