Dhaka,  Tuesday
14 May 2024

গণপূর্তের ১,৫৫০ কোটি টাকার কাজে অডিট আপত্তি

গণপূর্তের ১,৫৫০ কোটি টাকার কাজে অডিট আপত্তি

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন কাজে ১,৫০০ কোটি টাকারও বেশি অডিট আপত্তি উঠেছে। ২০২১-২২ অর্থবছরে এই কাজগুলো বাস্তবায়নকারী সংস্থা গণপূর্ত অধিদপ্তর। পূর্ত অডিট অধিদপ্তরের অডিটে এই বিপুল অনিয়ম ধরা পড়েছে। অডিট অধিদপ্তরের এ সংক্রান্ত প্রতিবেদন দ্য ডেইলি মেসেঞ্জারের হাতে এসেছে। এতে দেখা গেছে, ২০২১-২২ অর্থবছরে মোট ১,৫৪৯ কোটি ৯৯ লাখ ৫৫৪ টাকার অডিট আপত্তি তোলা হয়েছে। অডিট রিপোর্টে বলা হয়েছে, বিল অব কোয়ান্টিটিতে (বিওকিউ) উল্লিখিত পরিমাণ অপেক্ষা বিলে অতিরিক্ত পরিমাণ রেকর্ড করে বিল পরিশোধ করায় ৬ কোটি ৬৩ লাখ ৬৫ হাজার ৮৫১ টাকা আর্থিক ক্ষতি করা হয়েছে।