ঢাকা,  মঙ্গলবার
১৩ মে ২০২৫

The Daily Messenger

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে জেপি ইনোভেটিভ কোচিং সেন্টারের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশিত: ০০:০৮, ১২ মে ২০২৫

আপডেট: ০০:৪৫, ১৩ মে ২০২৫

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে জেপি ইনোভেটিভ কোচিং সেন্টারের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের স্বনামধন্য জেপি ইনোভেটিভ কোচিং সেন্টারের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় নগরীর হালিশহর এলাকায় একটি কমিউনিটি সেন্টারে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেপি ইনোভেটিভ কোচিং সেন্টারের পরিচালক এ. আই জুয়েল এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সহযোগী অধ্যাপক শিপন চন্দ্র দেব নাথ।

অনুষ্ঠানে জেপি কোচিং সেন্টারের ১৫০০ জন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সাপ্তাহিক ও মাসিক মডেল টেস্টের পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন বিষয়ে মেধা ও দক্ষতার ভিত্তিতে শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।

জেপি ইনোভেটিভ কোচিং সেন্টারের পথচলা শুরু হয় ২০০১ সালে। এখানে ৫ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের কোচিং করা হয়ে থাকে। এছাড়া প্রতিষ্ঠানটিতে বর্তমানে দেড় হাজার শিক্ষার্থী রয়েছে।

অনুষ্ঠানে আসা অভিভাবকরা বলেন, ’’জেপি ইনোভেটিভ কোচিং সেন্টার শুধু পড়াশোনাতেই নয়, শিক্ষার্থীদের শৃঙ্খলা, মূল্যবোধ ও আত্মবিশ্বাস গঠনে অসাধারণ ভূমিকা রাখছে। আমার ছেলে এখানে ভর্তি হওয়ার পর থেকে তার চিন্তাধারা ও আচরণে ইতিবাচক পরিবর্তন এসেছে। এমন একটি শিক্ষাবান্ধব পরিবেশের জন্য আমি কোচিং সেন্টার কর্তৃপক্ষকের প্রতি কৃতজ্ঞ।’’

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সহযোগী অধ্যাপক শিপন চন্দ্র দেব নাথ বলেন, ’’জেপি ইনোভেটিভ কোচিং সেন্টার দীর্ঘ দুই যুগ ধরে শিক্ষার মানোন্নয়নে যে অবদান রেখে চলেছে, তা প্রশংসনীয়। শিক্ষার্থীদের সাফল্যের এই ধারাবাহিকতা আগামীতেও বজায় থাকবে বলে আশা করি।’’

সমাপনী বক্তব্যে জেপি ইনোভেটিভ কোচিং সেন্টারের পরিচালক এ. আই জুয়েল বলেন, ’’আমরা শিক্ষার্থীদের শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখি না, তাদের নৈতিক ও সামাজিক শিক্ষাতেও গুরুত্ব দিই। আমাদের লক্ষ্য, একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা।’’

তিনি আরও বলেন, ’’আমি বিশ্বাস করি আমাদের জেপি ইনোভেটিভ কোচিং সেন্টারের শিক্ষার্থীরা তাদের অর্জির শিক্ষার আলো সর্বত্র ছড়িয়ে দিবে। আর আমরা আমাদের শিক্ষার্থীদের এমনভাবে প্রস্তুতি করে থাকি, তারা তাদের স্বপ্ন পূরণের জন্য শিক্ষা লাভ করতে পারে।’’ 

এ সময় আরও উপস্থিত ছিলেন, এএস ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী মোহাম্মদ সেলিম ও আল মিসকাত প্রিন্টিং প্রেসের স্বত্ত্বাধিকারী মো.মফিজুর রহমান, লিটল বিস ইংলিশ স্কুলের প্রধান নির্বাহী তৌহিদুল ইসলাম, এক্সিকিউটিভ কেয়ারের পরিচালক মেহেরাব মাসুক প্রমূখ।

মেসেঞ্জার/ আনোয়ার/এসকে/ইএইচএম