ঢাকা,  বৃহস্পতিবার
২৫ এপ্রিল ২০২৪

The Daily Messenger

গাজীপুরে শৃঙ্খলার সঙ্গে সুষ্ঠ ভোট হচ্ছে : ইসি আলমগীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:৪২, ২৫ মে ২০২৩

গাজীপুরে শৃঙ্খলার সঙ্গে সুষ্ঠ ভোট হচ্ছে : ইসি আলমগীর

ছবি : সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে শৃঙ্খলার সঙ্গে সুষ্ঠু ভোট হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।বৃহস্পতিবার (২৫ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘খারাপ কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।’

মো. আলমগীর বলেন, ‘সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত যে পরিস্থিতি, তাতে শৃঙ্খলার সঙ্গেই ভোট হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী ও নিজস্ব পর্যবেক্ষকরা যে রিপোর্ট আড়াই ঘণ্টায় পাঠিয়েছে, তাতে ভালোভাবেই ভোটগ্রহণ হচ্ছে। খারাপ কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। সাংবাদিকদের সঙ্গেও কথা হয়েছে, তারা বলছে পরিবেশ ভাল।’

সিসি ক্যামেরা ও ইভিএমে ত্রুটি ধরা পড়ার বিষয়টি ব্যাখ্যায় মো. আলমগীর বলেন, ‘ইভিএম ট্রাবলশুট করার পর ৫-১০ মিনিটে ঠিক হয়ে গেছে। আর ইন্টারনেট না থাকার কারণে কয়েকটি সিসি ক্যামেরায় ভোটের পরিস্থিতি আমরা এখান থেকে দেখতে পাইনি। তবে, রেকর্ড হচ্ছিল। আজকে ১২টা ক্যামেরা দেখা যায়নি।’

সিসি ক্যামেরায় অনিয়ম করলে গ্রেপ্তার করা হবে বলে জানান এই কমিশনার। মো. আলমগীর বলেন, ‘অফিসিয়ালি এখনো আমরা এমন খবর পাইনি। এ ছাড়া কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেওয়ার বিষয়ে কেউ এখনো অভিযোগ দেয়নি।’

যুক্তরাষ্ট্র নির্বাচন সুষ্ঠু না হলে জড়িতদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এ বিষয়ে মতামত জানতে চাইলে মো. আলমগীর বলেন, ‘এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। কারণ, এগুলো হলো আন্তরাষ্ট্রীয় ব্যাপার, এটা আমাদের নয়। আমাদের দায়িত্ব হলো সুষ্ঠু নির্বাচন করা। এজন্য যা করা দরকার, সবই করব। এখন কে বাধা দিয়েছে, তা কমিশনের অংশ না। সে বিষয়ে কোনো রাষ্ট্র বা সরকারে সঙ্গে তাদের কী বোঝাপড়া আছে বা কী হবে, তা তারা বলতে পারবে।’

এর আগে নির্বাচন কমিশনে কন্ট্রোল রুমে সকাল ৮টা থেকে সিসিটিভি ক্যামেরায় ভোট মনিটরিং শুরু করেন ইসি মো. আলমগীর, ইসি রাশেদা সুলতানা ও ইসি আহসান হাবিব। এরপর ৯টার দিকে তাদের সঙ্গে যোগ দেয় ইসি আনিসুর রহমান। সাড়ে ৯টার দিকে আসেন সিইসি।

টিডিএম/আরসি

dwl
×
Nagad