ছবি : মেসেঞ্জার
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে তালিকাভুক্ত একজন আরসার শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় তার কাছ থেকে ১টি ওয়ান শুটারগান, দুই রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত হলো- উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৪ ব্লকের বাসিন্দা আমির হামজার ছেলে মৌলভী জোবায়ের প্রকাশ ইব্রাহিম।
মঙ্গলবার (১৪ মে) বিকেল পাঁচটার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ৪ ও ২০ এর বিভিন্ন ব্লকে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সহ অধিনায়ক (পুলিশ সুপার) আরেফিন জুয়েল স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা রুজু করা হয়।
মেসেঞ্জার/শহিদুল/আপেল







