
ভয়েস অফ ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ এর নিয়মিত প্রকাশনা "দ্য টাইমলাইন" এর প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে বুধবার সন্ধ্যায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ(আইইবি) এর প্রেসিডেন্ট প্রকৌশলী মোঃ নূরুল হুদা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ আবদুস সবুর, প্রাক্তন প্রেসিডেন্ট আইইবি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ।
অনুষ্ঠান মঞ্চে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার এ. কে. এম. মুজাহিদুল ইসলাম প্রফেসর, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; আইইবি'র অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন ও প্রকৌশলী রনক আহসান; কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সেক্রেটারি প্রকৌশলী সঞ্জয় কুমার নাথ ও প্রকৌশলী আবু তালেব দোলনসহ প্রমূখ ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইইবি প্রেসিডেন্ট ও রাজউকের প্রাক্তন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ নুরুল হুদা ইঞ্জিনিয়ারদের গণ্ডি পেরিয়ে ভয়েস অফ ইঞ্জিনিয়ার্স সাধারণ মানুষদের জন্যও কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ও তিনি ভয়েস অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর ব্যাপক প্রচার, প্রসার ও সমৃদ্ধি কামনা করেন।
আইইবি ঢাকা কেন্দ্রের আইসিটি বিষয় স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব প্রকৌশলী তানভীর মাহমুদুল হাসান এর সঞ্চালনায়, উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন "দ্য টাইমলাইন" এর প্রকাশক প্রকৌশলী মোঃ ওয়াহিদা হুদা। অনুষ্ঠান শেষে উপস্থিত বেশ কয়েকজন প্রকৌশলীর হাতে শহীদ প্রকৌশলী দেলোয়ার হোসেন'কে উৎসর্গকৃত "দ্য টাইমলাইন" এর প্রথম সংখ্যাটি তুলে দেন মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ।
টিডিএম/আরস