
ছবি: টিডিএম
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকায় ট্রাক সিএনজি অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। নিহতের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রোববার (১১ জুন) সকাল ৬টার দিকে মাওনা- কালিয়াকৈর আঞ্চলিক সড়কের ফুলবাড়িয়া বাজার সংলগ্ন খেজুর গাছ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান ।
তিনি জানান, রোববার ভোরে কালিয়াকৈর থেকে একটি ট্রাক ফুলবাড়িয়ার দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। গুরুতর আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
টিডিএম/ এসডি