ঢাকা,  রোববার
০৪ মে ২০২৫

The Daily Messenger

মুন্সিগঞ্জে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধন

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৯, ১৪ জুন ২০২৩

মুন্সিগঞ্জে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধন

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধনের ছবিটি বুধবার দুপুরে তোলা, ছবি : টিডিএম

প্রযুক্তি নির্ভর দক্ষ ও স্মার্ট জনশক্তি গড়ে তুলতে আগামীর স্মার্ট বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হলো, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২৩।

বুধবার (১৪ জুন) বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মিরকাদিমে,স্মার্ট শিক্ষা, স্মার্ট দেশ, শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ স্লোগানে, কারিগরি শিক্ষা সম্পর্কে দেশের মানুষকে উৎসাহিত করার, পাশাপাশি কারিগরি শিক্ষার প্রচার প্রসার ও গুণগত মান সহ দক্ষ জনশক্তি গড়তে আগামী সম্ভাবনা নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ।

এ সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. সুশীল কুমার পাল ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সাথে মতবিনিময় করে শিক্ষার্থীরা।

এতে জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে যুগোপযোগী পরিকল্পনা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে এই দেশকে, ফলে কারিগরি শিক্ষায় অভিজ্ঞ ও দক্ষ স্মার্ট জনশক্তি গড়ে তোলার কোন বিকল্প নেই।

তিনি আরও বলেন,বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে হলে ভবিষ্যৎ প্রজন্মের উদ্ভাবনী শক্তির বিকাশে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার প্রয়োজন। এর মাধ্যমে প্রয়োজন মানবসম্পদ, প্রাকৃতিক সম্পদ ও অন্যান্য সম্পদের দক্ষতা বাড়িয়ে দারিদ্র্য বিমোচন, ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি ও উৎপাদনশীলতা বৃদ্ধি করা।

এ লক্ষ্যে পৌঁছতে হলে কারিগরি শিক্ষার হার বৃদ্ধির কোনো বিকল্প নেই। বাংলাদেশে ২০২১, ২০৩০ ও ২০৪০ সালের মধ্যে এ হার যথাক্রমে ২০, ৩০ ও ৪০ শতাংশে উন্নীত করবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য দেশে জাতীয় দক্ষতা উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও তার আলোকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনসহ নতুন নতুন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হচ্ছে বিভিন্ন স্থানে। তার পরও বলতে হচ্ছে, দেশে কারিগরি শিক্ষার হারে বৃদ্ধি পাচ্ছে না, এ বিষয়ে অভিভাবকদের সচেতন হয়ে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষ হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি করে দিতে হবে।

অন্যদিকে প্রতিষ্ঠানের অধ্যক্ষ বলেন,প্রযুক্তিনির্ভর পৃথিবী এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে,কাজেই চতুর্থ শিল্প বিপ্লব তৈরি হবে এদেশে। তার জন্য আমাদের দরকার দক্ষ জনশক্তি গড়ে তোলার। সে কারণেই সরকার কারিগরি শিক্ষার উপর সবচেয়ে গুরুত্ব দিচ্ছে। কারিগরি শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষাকে সবচেয়ে প্রাধান্য দিয়ে সার্বিক কারিগরি ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে । দেশের জনশক্তিকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে জানিয়ে অধ্যক্ষ আরো বলেন,সব সময় মনে করি একটি দেশকে যদি গড়ে তুলতে হয় দক্ষ মানবসম্পদই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সেই দক্ষ মানবসম্পদ গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাচ্ছি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

এর আগে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে শিক্ষক, শিক্ষার্থী, ও অভিভাবকদের অংশগ্রহণে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে নানা রকম ব্যানার ফেস্টুন হাতে নিয়ে বের হয় একটি বর্ণাঢ্য র‌্যালি।

এ সময়ে এতে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তৌহিদ এলাহী, জেলা শিক্ষা অফিসার মো: ইসমাইল হোসেন,সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি,হাসিবুর রহমান সহকারী কমিশনার (গোপনীয়) আহমেদ মোফাসসের সহ আরও অনেকে।

টিডিএম/এফএমটি