ঢাকা,  রোববার
০৪ মে ২০২৫

The Daily Messenger

পূর্ণাঙ্গ কমিটি পেলো মাদারগঞ্জ উপজেলা যুবলীগ

জামালপুর প্রতিনিধি:

প্রকাশিত: ১৫:৪৩, ৪ জুলাই ২০২৩

পূর্ণাঙ্গ কমিটি পেলো মাদারগঞ্জ উপজেলা যুবলীগ

ছবি: টিডিএম

বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাদারগঞ্জ উপজেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

গত সোমবার (৩ জুলাই) বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, জামালপুর জেলা শাখার সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদ। জেলা যুবলীগের দপ্তর সম্পাদক সবুজ আহমেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

দীর্ঘদিন পর এই কমিটি অনুমোদিত হওয়ায় যুবলীগ নেতা কর্মীদের মধ্য উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। সভাপতি ফরিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের নেতৃত্বে ৭১ সদস্যের এই কমিটিকে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি অভিনন্দন জানিয়েছেন।

টিডিএম/এনএম