ঢাকা,  মঙ্গলবার
০৬ মে ২০২৫

The Daily Messenger

চিকনাগুলে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৮, ১৬ সেপ্টেম্বর ২০২৩

চিকনাগুলে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন

ছবি: টিডিএম

সিলেট গোয়াইনঘাটের চিকনাগুল উমনপুর এলাকায় শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে টায় ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, সরকার দেশের মানুষের চিকিৎসা সেবার উন্নয়নে দেশের প্রতিটি ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য সেবা কল্যাণ কেন্দ্র নির্মাণ করে জনগণের মৌলিক চাহিদা পূরণ করে যাচ্ছেন। স্বাস্থ্য সেবা হচ্ছে মানুষের অন্যতম মৌলিক চাহিদা, শেখ হাসিনা সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসে চিকিৎসা ক্ষেত্রে অধিক অগ্রাধিকার দিয়েছেন। স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে গ্রাম অঞ্চলের গর্ভবতী মহিলা-শিশু সুরক্ষায় বিশেষ ভূমিকা পালন করবে। দেশের চলমান উন্নয়ন কাজ অব্যাহত রাখতে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা সরকারকে সহযোগিতা করার আহবান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো. তাজুল ইসলাম (পিপিএম), সিলেট জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিপ্লব বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী।

আওয়ামী লীগ নেতা আব্দুল মোমেন মুতলিবের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, মাস্টার নিপেন্দ্র কুমার দাস, চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. আবুল হাসনাত চৌধুরী, সাধারণ সম্পাদক রহমত আলীসহ স্থানীয় নেতাকর্মীরা

টিডিএম/এএইচ