ঢাকা,  মঙ্গলবার
২১ মে ২০২৪

The Daily Messenger

বগুড়ায় ড. ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত

বগুড়া ব্যুরো

প্রকাশিত: ১৯:৪৪, ২৭ অক্টোবর ২০২৩

বগুড়ায় ড. ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী .ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন বগুড়া জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নব গঠিত কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম বকুল।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি কে এম ফরহাদুল কবির।

তিনি বলেন, ২০১০ সালে ফরিদপুর প্রেসক্লাবে ঘোষণা দিয়ে জন সদস্য নিয়ে সংগঠনটি যাত্রা শুরু করে। পরবর্তীতে ২০১৩ সালে ঢাকায় সংগঠনটির কার্যক্রম শুরু করা হয়।

২০১৯ সালে বঙ্গবন্ধু ট্রাস্ট হতে অনুমোদন পেয়ে সংগঠনটি সারা দেশে কার্যক্রম শুরু করে। সংগঠনটি কারো চাঁদায় বা অনুদানে চলেনা। সংগঠনটি নিজেদের অর্থায়নে পরিচালনা করা হয়। সংগঠনটি আদর্শের ভিত্তিতেই পরিচালিত হবে। এই সংগঠনের মাধ্যমেই আমরা আমাদের দেশের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানীকে মনে রাখতে চাই। তার কৃতিত্বকে আমরা জণসম্মুখ্যে তুলে ধরতে চাই। তাতেই তার প্রতি সর্ব্বোচ্চ শ্রদ্ধা জানানো সম্ভব।

সভায় আরোও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মির্জা নাহিদ হাসান বন্যা, বীর মুক্তিযোদ্ধা কে এম বোরহান উদ্দিন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মশিউর রহমান, স্থায়ী সদস্য এস কে সাহা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৌরভ কুমার সাহা, সংগঠনের কেন্দ্রীয় নেতা ফরহাদ মোল্লা মিলন, ছাত্র সংগঠনের আহবায়ক ডাঃ নবাব, যুগ্ম সাধারণ সম্পাদক মাশরুর কবির, কমিটির নব গঠিত কমিটির সহ সভাপতি এ্যাডঃ মন্তেজার রহমান মন্টু প্রমুখ।

সভার শুরুতেই জেলা পরিষদ মাঠে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলা নেতৃবৃন্দ। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে ক্রেস্ট উত্তরীয় দিয়ে বরণ করে নেয়া হয়।

নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন এবং শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কে এম ফরহাদুল কবির।

মেসেঞ্জার/আলমগীর/আপেল

Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768