ঢাকা,  শুক্রবার
০৯ মে ২০২৫

The Daily Messenger

জামালপুরে যৌথ বাহিনীর অভিযানে বিএনপির শীর্ষ ৩ চাঁদাবাজ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, জামালপুর

প্রকাশিত: ১৬:৩৭, ৮ মার্চ ২০২৫

জামালপুরে যৌথ বাহিনীর অভিযানে বিএনপির শীর্ষ ৩ চাঁদাবাজ গ্রেপ্তার

ছবি : মেসেঞ্জার

জামালপুর সদর উপজেলার ১৩ নং মেষ্টা ইউনিয়নের ফকিরপাড়া এলাকার ৭ মার্চ (শুক্রবার) দিবাগত রাতে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে বিএনপির শীর্ষ ৩ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো হাজীপুর ফকির পাড়া এলাকার মইনুদ্দিনের ছেলে মো. সিরাজুল ইসলাম (৪৩), জামাল উদ্দিনের ছেলে মো. পলাশ মিয়া (৪৫) ও নজরুল ইসলামের ছেলে মো. ফরমান (৪২)। তারা প্রত্যেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

যৌথ বাহিনী তাদেরকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত বিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল মোহাম্মদ আতিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুনির্দিষ্ট চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃতরা প্রত্যেকে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত।

মেসেঞ্জার/দুলাল/তুষার