
ছবি : মেসেঞ্জার
চট্টগ্রামের কর্ণফুলীতে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
বুধবার (১২ মার্চ) বিকালে উপজেলার ফকিনিরহাট এলাকায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা এ অভিযান পরিচালনা করেন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে মূল্য তালিকা না থাকা, মোড়ক ও পণ্যের গায়ে মেয়াদ উল্লেখ না থাকার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা জানান, রমজান মাসে দ্রব্যমূল্যর বাজারদর নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন বাজার মনিটরিং করা হচ্ছে এবং জনস্বার্থে এ অব্যাহত থাকবে।
মেসেঞ্জার/আকাশ/তুষার