ঢাকা,  শুক্রবার
০৯ মে ২০২৫

The Daily Messenger

আজকের কর্মসূচি শুধু পদযাত্রা নয়, এটি ‘বিজয়’ যাত্রা: ফখরুল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২:৪৩, ১৮ জুলাই ২০২৩

আপডেট: ১৩:৪২, ১৮ জুলাই ২০২৩

আজকের কর্মসূচি শুধু পদযাত্রা নয়, এটি ‘বিজয়’ যাত্রা: ফখরুল

ছবি: টিডিএম

দেশব্যপি পদযাত্রাকে সরকারের বিরুদ্ধে বিজয় যাত্রা বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৮জুলাই) সকালে রাজধানীর গাবতলীতে পদযাত্রা কর্মসূচির সমাবেশে এ কথা বলেন তিনি।

পদযাত্রা শুরুর সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, আজকের এ কর্মসূচি শুধু পদযাত্রা নয়, এটি 'বিজয় যাত্রা।' তিনি বলেন, এই দেশের মানুষ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। তাই এখনই পদত্যাগ করতে হবে।  

বিএনপি মহাসচিব জোর দিয়ে বলেন, আবারো পরিষ্কার করে বলছি অবৈধ শেখ হাসিনা সরকারের অধীনে আর কোন নির্বাচন নয়।

ঢাকা-১৭ উপনির্বাচন সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন, গতকালও ঢাকায় একটি নির্বাচনের তামাশা দেখেছি। সেখানে আওয়ামী লীগ থিংক ট্যাংকের হ্যাবি ওয়েট একজন প্রার্থী হয়েছিলেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন হিরো আলম। সেখানে দেখলাম ভোটকেন্দ্রে কোনো ভোটার নাই। হিরো আলম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। তারপরও নির্বাচন করতে গিয়ে তাকে মেরে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। পুলিশ প্রশাসন সেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন।   

বিএনপি মহাসচিব বলেন, এই সমস্ত তামাশা করে আর লাভ হবে না। ২০১৪ সালে ১৫৪ আসনে বিনা ভোটে জয়লাভ করেছেন। ২০১৮ সালের দিনের ভোট রাতে করেছেন। এই ধরনের ভোটা আর হতে দেওয়া হবে না।

আন্দোলনের মাধ্যমে এক দফা দাবি আদায় করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

টিডিএম/ এসডি