ঢাকা,  রোববার
১৮ মে ২০২৫

The Daily Messenger

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৫, ১৮ জুলাই ২০২৩

আপডেট: ১৯:২৫, ১৮ জুলাই ২০২৩

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা শুরু

ছবি : সংগৃহীত

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা শুরু হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ আ. লীগের উদ্যোগে মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৩টা ৪০ মিনিটে দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে এ সমাবেশ শুরু হয়।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সমাবেশে মহানগর দক্ষিণের অন্তর্গত বিভিন্ন থানা, ওয়ার্ড, এলাকা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের হাজার হাজার নেতাকর্মী-সমর্থক এ কর্মসূচিতে অংশ নিতে সমবেত হয়েছেন।

এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী এবং সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

টিডিএম/এফএমটি