ছবি : মেসেঞ্জার
রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার (৪ আগস্ট) সকাল থেকে অবস্থান নেওয়া শুরু করেন দলটির নেতাকর্মীরা।
এদিন, সকাল ১০টার পর থেকে ধানমন্ডি ৩২ নাম্বার, কলাবাগান, পান্থপথ ও ফার্মগেট এলাকা ঘুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের সড়কে অবস্থান নিতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এসব সড়কে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে দেখা যায়। সবচেয়ে বেশি উপস্থিতি দেখা গেছে, ধানমন্ডি ৩২ নাম্বার সড়কে। অবস্থান নেওয়া কর্মীদের মধ্যে কয়েকজনকে প্রকাশ্যে লাঠি ও রড হাতে দেখা গেছে।
শনিবার আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলটির দুই দিনের কর্মসূচি ঘোষণা দেন।
ওবায়দুল কাদের জানান, আওয়ামী লীগ রোববার ঢাকা সিটির সব ওয়ার্ডে ওয়ার্ডে জমায়েত এবং বাংলাদেশের সব জেলায় ও মহানগরে জমায়েত কর্মসূচি পালন করবে। আর আগামী ৫ আগস্ট শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আমরা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করব।
একইদিন শনিবার সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তার অংশ হিসেবে আজ থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে সংগঠনটি।
মেসেঞ্জার/দিশা