ঢাকা,  মঙ্গলবার
০৬ মে ২০২৫

The Daily Messenger

বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৩:০২, ২১ আগস্ট ২০২৪

বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

ফারুক আহমেদ বাংলাদেশের হয়ে ৭টি ওয়ানডে খেলেছেন। বাংলাদেশের এই সাবেক ক্রিকেটার বাংলাদেশের হয়ে ১৯৮৮ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত খেলেছেন।

জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে ক্রিকেট বোর্ডের কাউন্সিলরশিপ আগে থেকেই ছিল ফারুকের। সেই সুবাদেই জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় যুক্ত হলেন পরিচালক পদে। সেখান থেকেই চলে এলেন ক্রিকেট বোর্ডের সভাপতি পদে।

এর আগে দীর্ঘ এক যুগ বিসিবির সভাপতির পদে ছিলেন নাজমুল হাসান পাপন। ২০১২ সালে সভাপতি মনোনয়ন এবং ২০১৩ সালের নির্বাচনের পর এই আসনে বসেন তিনি।

মেসেঞ্জার/ফামিমা