ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

ভাসানচরে যাচ্ছেন আরও ১২৫০ জন রোহিঙ্গা

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৫:৪৩, ১ মার্চ ২০২৪

আপডেট: ১৬:৪১, ১ মার্চ ২০২৪

ভাসানচরে যাচ্ছেন আরও ১২৫০ জন রোহিঙ্গা

ফাইল ছবি

টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে নোয়াখালীর ভাসানচরে যাচ্ছেন আরও ১,২৫০ জন রোহিঙ্গা।

স্বেচ্ছায় ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিভিন্ন আশ্রয়শিবির থেকে বাসে করে কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজের মাঠে নেওয়া হয়।

এ বিষয়ে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল বলেন, স্বেচ্ছায় ভাসানচরে যাওয়ার জন্য উখিয়া-টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবির থেকে ১,২৫০ জন রোহিঙ্গা উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে চট্টগ্রামের উদ্দেশ্য রওনা দিয়েছেন। সেখান থেকে তারা জাহাজে করে ভাসানচরে যাবেন। তাদের মালামালগুলো কাভার্ডভ্যান নেওয়া হয়েছে।

তিনি জানান, এর আগে একই প্রক্রিয়ায় কক্সবাজারের টেকনাফ-উখিয়া আশ্রয়শিবির থেকে ৩২ হাজার রোহিঙ্গা ভাসানচরে যায়।

মেসেঞ্জার/হাওলাদার